ছাত্র-জনতার মহাবিপ্লবের একমাস

3

মিঞা জামশেদ উদ্দীন

বলতে না বলতেই, সময় যে চোখের পলকে ফুরিয়ে যাচ্ছে, সেকথা বলার আর অপেক্ষা রাখে না। কথা আছে, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ‘আগস্ট’ মাসটি বাঙালি জাতির জন্য বরাবরই ট্র্যাজেডিপূর্ণ; তার সাথে যোগ হয়েছে ৫ আগস্ট। অর্থাৎ ছাত্র-জনতার মহাবিপ্লব। সেই মহাবিপ্লবের একমাস পূর্ণ হলো। এ ক্ষণকালের হিসাব-নিকাশ কষতে শুরু করেছে রাজনীতিক- বেরসিকজনেরা। সঙ্গে প্রাপ্তির আনন্দ আর হারানোর বেদনা। সেই হিসাব-নিকাশ এতোটা ফারাক-যে, বিস্মিত না হয়ে পারে নি।
সর্বশেষ ২ সেপ্টেম্বর জাতিয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাশীন সরকারের পতন হয়। আর সরকার পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সংসদীয় গণতন্ত্রের স্পিকার পদটি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ। স্পিকারের আকস্মিক-এ পদত্যাগ সাংবিধানিক সংকট দেখা দিবে। তারা আরো বলেন, বাংলাদেশর ইতিহাসে অতীতে এমন নজির নেই। আবার কেউ কেউ এ-ও অভিমত প্রকাশ করে বলেন, বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট বলা আছে, স্পিকার পদত্যাগ করলে নতুন স্পিকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকছেন বলে গণ্য হবে এবং নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কীভাবে শূন্য হবে, সে বিধান বলা আছে। তবে আশারদিক হলো, নতুন করে আরো দুটি রাজনৈতিক দল নিবন্ধিত হয়। ওই নিবন্ধিত দলের শীর্ষ নেতাদের দীর্ঘ প্রচেষ্টায় সফলতা আসে। ইতিমধ্যে এ দুই দলের দুই নেতা কারণে-অকারণে মাঠ কাঁপিয়ে তোলতেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরব উপস্থিতি। তাদের একজন ডাকসাইটে নেতা মাহমুদুল রহমান মান্না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (চাকসু) জিএস নির্বাচিত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র আন্দোলনের সূতিকাগার ডাকসুর দুই-দুইবার ভিপিও নির্বাচিত হন। তিনি বরাবরই আলোচিত- সমালোচিত রাজনীতির মাঠে। মুলত তাঁর রাজনীতির হাতেখড়ি বা উত্থান বিপ্লবী-মন্ত্রে জাসদ ছাত্রলীগের মধ্য দিয়ে। পরে জাসদ ছেড়ে বাসদে যোগ দেন। সেখানেও স্থায়িত্বতা পাননি। এরপর আওমীলীগে যোগ দেন এবং দলটির সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হন। সর্বশেষ ওই দল থেকেও ছিটকে পড়েন। এরপর মাহমুদুল রহমান মান্না থেমে থাকেন নি। অনেকটা ¯্রােতের বিপরীতে একলা চলো নীতি অনুসরণ করেন। সর্বশেষ ‘নাগরিক ঐক্য’ ব্যানারে রাজনীতি তৎপরতা চালান। ২ সেপ্টেম্বর তাঁর বহুল কাক্সিক্ষত দলটি নিবন্ধন পান এবং প্রতীক পায় কেটলি। একই সময়ে ভিপি নূরের দল ‘গণ অধিকার পরিষদ-কেও নিবন্ধন দেয় ইসি। দলটি প্রতীক ট্রাক। ভিপি নূর মুলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যত্রতত্র ভাইরাস এবং হৈহৈ রৈরৈ। এখন দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৭-এ উন্নীত হলো। তবে ছাত্র-জনতার এ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পাশবর্তী দেশ ভারতের তৎপরতা ক্ষুব্ধতা ছড়ায়। দেশটি বরাবরই কড়াকড়ি ছিল সীমান্ত পারাপারে। ৩ সেপ্টেম্বর রাতে স্বর্ণা দাস নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে বিএসএফ (ভারতীয় সীমান্ত পুলিশ)। স্বর্ণা অষ্টম শ্রেণির ছাত্রী। পিতা পরেন্দ্র দাস। গ্রামের বাড়ি উপজেলার পশ্চিম ইউনিয়নের কালনীড় গ্রামে। ১ সেপ্টেম্বর রবিবার রাত ৯ টার দিকে উপজেলা শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত-এলাকায় এ ঘটনা ঘটে। অপর ঘটনাটি ঘটে সিলেটের তামাবিল সীমান্তবর্তী এলাকায়। সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না প্রাণ হারান। সাবেক বিচারপতি এক কে এম সামছুদ্দিন চৌধুরী মানিকও সীমান্ত পার হতে গিয়ে বিএসএফ-এর বাধার সম্মুখে আটকা পড়েন। পরে বিজিবি তাঁকে গ্রেপ্তার করে। অতঃপর দেশের ২৬ জেলায় বন্যা কবলিত হওয়ার ঘটনাটিও কেউ কেউ দোষে ভারতকে। স্মরণকালের এ বন্যার ভয়াবহতা কেটে ওঠতে পারেনি। বন্যায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়। ভারতে এ কট্টরপন্থা বা মনোভাবাপন্নতার বিপরীতে পাকিস্তানের নমনীয়তা সুস্পষ্ট হয়ে ওঠে। রাজনীতির চির বৈরী এ দু-রাষ্ট্রের পৃথক পৃথক আচরণ লক্ষণীয় ছিল। স্বাধীন বাংলাদেশের প্রশ্নে পাকিস্তানের সাথে কোনোভাবেই যায় না; এরপরও পাকিস্তানে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা, ঢাকাস্থ দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ তা জানিয়েছেন এবং দেশটির হাইকমিশনার অন্তর্র্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেখা করে এ কথা জানান। এদিকে ভারতে আশ্রয়ে থাকে সাবেক প্রধান মন্ত্রীর পাসপোর্ট বাতিল করা হয়। এতে করে চাপের মুখে পড়ে শেখ হাসিনা নিজেই। ভারতীয় আইন অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত বৈধভাবে থাকার সুযোগ পাবেন। এর পর কি হবে এ সাবেক প্রধানের, তাই নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই, ভারত সরকার কি নতুন করে রাজনীতি আশ্রয় দেবেন? তারা কী শীঘ্রই কোনোপ্রকার প্রদক্ষেপ নিচ্ছেন; তিনি বা উদ্যোগী হয়ে ভারত ছাড়ছেন, নাকি রাজনৈতিক অধিকার ফিরে পেতে আবারও দেশে প্রবেশের নতুন প্রকৃয়া চালাবেন! আর এসবের উত্তর পেতে হয়তো আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যে ছাত্র-জনতার এ আন্দোলন ক্ষণকালে আরো বড় ধরনের দুটি বাধার সম্মুখীন হয়। দেশের ৪০ হাজার আনসার সদস্য চাকরি সরকারি করণের দাবিতে, অর্থাৎ ১দফা দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করে। শেষতক সেইটিও ছাত্র-জনতা প্রতিহত করে। এবার ডাক্তাররা-ও দেশব্যাপী আন্দোলনের ডাক দেয়। তারা কর্ম বিরতি সহ সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিক সম্পূর্ণভাবে শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয়। অবশ্য অন্তর্র্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তারদের উপর সংঘটিত হামলার বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনকারী ডাক্তাররা ১২ ঘণ্টার পর তাদের কর্মসূচি প্রত্যাহার করে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতেও চরম অস্থিরতা বিরাজ করছে। একের পর এক শিক্ষক প্রধান লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে। এসব অনাক্সিক্ষত ঘটনা কতটুকু-বা যৌক্তিক আছে তা বলা মুসকিল। একইসাথে এইচ এসসি পরীক্ষার্থীরা তাদের অবশিষ্ট পরীক্ষা না দিয়ে অটোপ্রমেশন দাবী বাস্তবায়ন করায় দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এসব অস্থিরতা দ্রুত কেটে ওঠতে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন ছাত্র আন্দোলনে সমন্বয়করা। তবে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটে শিল্প খাতে। এ পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভের মুখে ৪৭টি কারখানা বন্ধ রাখতে হয় কতৃপক্ষকে। তার মধ্যে গাজীপুরে ১১টি পোশাক কারখানায় ভাংচুর চালায় চাকরিচ্যুত ও বঞ্চিত শ্রমিকরা। সাভার ও আশুলিয়া শ্রমিকদের নানা দাবির মুখে ২ সেপ্টেম্বর থেকে ৩৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ২৫ আগস্টে রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরীতে সংঘটিত অগ্নিকান্ডে এ পর্যন্ত ১৮৪ জন জীবন্ত দগ্ধ হয়ে ভস্মীভূত হয়। এসকল ব্যক্তিদের স্বজন ও পরিবারে চলছে শোকের মাতন। এটি ছিল এযাবৎকালের সবচেয়ে মানবিক বিপর্যয়। এমন অনুসৃত ঘটনা ভাবিয়ে তোলে। ফ্যাক্টরিটির মালিক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার হন। এ শিল্পপতি গ্রেফতারের হওয়ার পরপরই এ ঘটনা সংঘটিত হয়। সঙ্গে নিত্য- বাজার ব্যবস্থাও অস্থির রয়েছে। কিছু কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও দুই-একদিনের মাথায় যে তিমির সেই তিমিরে রয়ে গেল। তবে সমানে নাশকতাকারীদের ধরপাকড় চলছে। আওয়ামীলীগের ডজন খানেক হেভিওয়েট মন্ত্রী-এমপি গ্রেফতার হন। তাদের শরীক ১৪ দলের জাসদ ইনুর হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন ও জাতিয় পার্টির একাংশের নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়। তবে আনোয়ার হোসেন মঞ্জু জামিন ছাড়া পান। এরপরও থেমে নেই অন্তর্র্বর্তীকালীন সরকার। এরমধ্যে ২৫ জেলার নতুন ডিসি নিয়োগের প্রকৃয়া চলছে। ইতিমধ্যে ১০০ জন সহকারী জজ (শিক্ষানবিশ) নিয়োগ দেয়া হয়েছে। সঙ্গে চমক দেখিয়েছে জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন এবং অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে দেখা করে তা জানান। আশা করা যাচ্ছে, এ বিজ্ঞানীর উদ্ভাবিত নতুন ধান দেশের অবশিষ্ট চাহিদা মিটাতে সক্ষম হবে। অপর আশাদিক হলো, গত সেপ্টেম্বর মাসে প্রবাসীদের থেকে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জিত হয়।
চলছে, রাজনৈতিকভাবে রোহিঙ্গাদের সমস্যা সমধানে। জামায়াতের আমির ডা. সফিকুর রহমান মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশেত প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা চেয়েছেন। ২ আগস্ট রাজধানীর মগবাজার দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ঢাকার নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে তা জানানো হয়। একইসাথে দেশের শিক্ষা, সাংস্কৃতিকসহ উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে সহযোগিতা চেয়েছেন দলটির প্রধান। উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, নতুন করে আরো ৮ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া চলমান রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সারা দেশে বিচ্ছিন্নভাবে সংঘটিত সহিংস-কর্মকান্ড, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, হুমকি-ধামকি সহ যে কোনো ধরনের অপকর্ম রোধে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে কঠোর বার্তা দিয়েছে তিনি। অবশেষে আইন-শৃঙ্খলা উন্নয়নসহ অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ৫ সেপ্টেম্বর রাত থেকে দেশব্যাপী সেনা অভিযান শুরু হবে, দেশের একাধিক গণমাধ্যম সূত্র তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক জোরদারের বার্তাও দিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশর অন্তর্র্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ বার্তা দেন। ২৫ আগস্ট জাতির উদ্দেশ্য ভাষণে অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে বলেন, আগামী নির্বাচন যৌক্তিক সময়ে অনুষ্ঠিত হবে।
লেখক : মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, কবি ও কলামিস্ট