ছয় দফা দিবসে প্রগতিশীল নাগরিক সমাজের সভা

3

ঐতিহাসিক ছয় দফা দিবসে প্রগতিশীল নাগরিক সমাজ এর উদ্যোগে গতকাল বিকেল চারটায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৬৬ সালের ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত নির্যাতিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সৃষ্ট দেশব্যাপী তীব্র গণআন্দোলন দমাতে তৎকালীন পাকিস্তান শাসকগোষ্ঠী আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। ১৯৬৬ সালের ৭ জুন পাকিস্তানের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে ঐদিন সারাদেশে ১১ জন ছাত্র-শ্রমিক-জনতা নির্মমভাবে শাহাদাতবরণ করলে তা পরবর্তীতে স্বাধিকার আন্দোলন তথা বাঙালির স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারী নেত্রী প্রণতি ভট্টাচার্য, শ্রমিক নেতা মোহাম্মদ শিপন মিয়া, মোহাম্মদ আলী, বিশু দেবনাথ, আব্দুল আউয়াল ও রোজিনা বেগম। বিজ্ঞপ্তি