চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদের প্রার্থিতা বাতিল

14

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীর (ঘোড়া) প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে সাংবাদিকদের জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে চিঠি দেয় নির্বাচন কমিশন। গতকাল রবিবার আবু আহমেদ শুনানিতে অংশ নেন। এ সময় তিনি অভিযোগগুলোর জবাব দিয়েছেন, কমিশন তা শুনেছেন। শুনানি শেষে প্রার্থিতা বতিলের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। গতকাল ২৬ মে বেলা ১১ টায় ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী হাইকোর্টে রিট করবেন বলে জানান।
এর আগে আবু আহমেদ চৌধুরীকে দেওয়া চিঠিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধির সাথে বাক-বিতন্ডাকালে “১শ ব্যক্তির লাশ ফেলে দেব, নির্বাচনের সময় দেখে নেব” বলে হুমকি, পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বিভিন্ন বিভ্রান্তিমূলক, অসত্য ও উস্কানিমূলক বক্তব্য, অফিসার ইনচার্জসহ পুলিশকে দেখে নেবেন বলে হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়।