চিটাগাং চেম্বারে শ্রম বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির সভা

10

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শ্রম বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির প্রথম সভা ৩০ এপ্রিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। কমিটির ডিরেক্টর ইনচার্জ ও চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। অন্যদের মধ্যে কমিটির যুগ্ম আহবায়কদ্বয় মো. ছগীর ও সৈয়দ খুরশিদ আলম, সদস্যবৃন্দ মো. কামাল উদ্দিন, জানে আলম, মনসুর আলম চৌধুরী, মহিন উদ্দিন বাপ্পি, উত্তম কুমার বিশ্বাস ও কামাল উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন-মালিক-শ্রমিক আমরা সবাই মিলে বাংলাদেশী। শ্রমিকদের শ্রমের উপর বেঁচে আছে দেশ। বিদেশে কর্মরত প্রবাসী ও দেশে কলকারখানা নিয়োজিত শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাই তাদের খাটো করে দেখার কোন অবকাশ নেই। চিটাগাং চেম্বার সবসময় ব্যবসায়ীদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। বিজ্ঞপ্তি