চিকনদন্ডী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন নুরুল আফছার

3

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নুরুল আফছার দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩ জুন) বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের সুলতান নশরত শাহ্ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি আবু লাইচ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সদস্য আলী নাছের মাস্টার, মো. শাহাজাহান, আহাম্মদ নূর, ডা. ইমাম হোসেন, মাওলানা মো. ইদ্রিস।
ইউপি সদস্য তোফায়েল আহামদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিতাই, জহিরুল আলম মুরাদ, গিয়াস উদ্দিন, তরিকুল কালাম তুহিন, নুরুল ইসলাম বাচ্চু, নেজাম উদ্দিন, মো. শাহআলম, তৌফিক আহমদ চৌধুরী, আবুল কালাম আবু, আবদুল মান্নান, মো. আবদুল করিম, জাকারিয়া চৌধুরী, মো. ওসমান, জসিম উদ্দিন বাসেক ও রুবেল প্রমুখ।
এর আগের দিন সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তার কার্যালয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নুরুল আফছারকে শপথ পড়ান।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে চিকনদন্ডী ইউনিয়নের দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাছান জামান বাচ্চুর মৃত্যুর পর গত ২৮ এপ্রিল চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই উপ-নির্বাচনে দুটি পাতা প্রতীকের মো. নুরুল আফছার ৩ হাজর ৭শ ৭০ ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।