চান্দগাঁওয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এসএম আইয়ুব

7

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ প্রতিযোগিতায় চান্দগাঁও থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন হাজেরা-তজু ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বিশিষ্ট সাহিত্যিক ও কবি এসএম আইয়ুব। অত্র কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি দীর্ঘ ৩৩ বছর সুনামের সাথে শিক্ষকতা করে থানা পর্যায়ের প্রতিযোগিতায় ১৯৯৮ সালেও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত। নিজ গ্রামে (কাথারিয়া, বাঁশখালী) একটি প্রাথমিক বিদ্যালয় (যা পরবর্তীতে সরকারি হয়), নিজস্ব অর্থায়নে একটি এবতেদায়ী মাদ্রাসা ও একটি নূরানী মাদ্রাসা (জমিদাতা) প্রতিষ্ঠা করেন। থানা পর্যায়ের উক্ত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৪ এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক অধ্যাপক মো. অহিদুল আলম, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক অধ্যাপক খায়রুন্ন্ছো এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হন অধ্যাপক মুহাম্মদ গিয়াসউদ্দিন। ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ রোভার হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদ মিয়া, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট জয় সেন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন বিজ্ঞান বিভাগের ছাত্র সার্থক মজুমদার। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদানের জন্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের এ সম্মাননা দিয়েছেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি। অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ এসএম আইয়ুবকে অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে আরো সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি