চাঁদা আদায়কালে র‌্যাবের হাতে আটক ৫

10

হাটহাজারী প্রতিনিধি

কখনও ভুয়া রশিদ কখনও কৌশলে বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বেনামে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
এর আগে গত ১৪ মে তাদেরকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), মো. রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) এবং মো. শাহজাহান (৪৩)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত নগদ ১৮ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়। পরে, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হন্তান্তর করা হয়েছে।