চসিকের পরিধি বাড়াতে চান মেয়র রেজাউল

2

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক নগর হলেও আয়তনে তুলনামূলক ছোট। ৬০ বর্গমাইলের এ নগরের সীমানা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল চসিকের বাজেট বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এ প্রসঙ্গে বলেন তিনি।
জানা গেছে, ২০০৯ সালে একবার চসিকের এলাকা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। পরে সে উদ্যোগ থেমে যায়। এবারের বাজেট অধিবেশনে ফের সেই উদ্যোগের কথা জানিয়েছেন মেয়র রেজাউল।
বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৬০ বর্গমাইল এলাকায় ৭০ লাখ মানুষের বাস। সিটি করপোরেশনের আওতা আমরা বাড়াতে চাই। একটা সিদ্ধান্ত নিয়েছি, আলোচনাও করেছি। একটা কমিটি করেছি। জরিপ করে প্রতিবেদন দিলে কার্যক্রমে হাত নেব। যে এলাকা নিতে চাই সেখানকার বাসিন্দাদের মতামত নেব।’
আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাণিজ্যিক নগরী হলেও এখানে কোনো আন্তর্জাতিক মানের মিলনায়তন নেই। এফআইডিসি রোডের সামনে আমাদের ১১ একর জমি আছে। সেখানে চার-পাঁচ একর জমিতে ইন্টারন্যাশনাল মাল্টিপারপাস হল এবং শিশু পার্ক করতে চাই।’