চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২৭ জুন দুপুরে উক্ত কলেজের ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। উপ-উপাচার্য তাঁর বক্তব্যে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অতীত গৌরব ও ঐতিহ্য রয়েছে। এ গৌরব রক্ষায় শিক্ষার্থীদেরকে অধিকতর যত্নশীল হয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। এ বিষয়ে কলেজের শিক্ষকদের অগ্রণী ভূমিকা খুবই প্রয়োজন।” উপ-উপাচার্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান। চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে এবং উচ্চ-মাধ্যমিক শাখার শিক্ষক সজীব রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চ-মাধ্যমিক শাখার শিক্ষক শরীফুল ইসলাম, মুরাদ হোসেন চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি