চবি উপাচার্যের সাথে সাক্ষাৎ বিএসএমআরএএইউ উপাচার্যের

15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার ১৫ মে সকাল ১০টায় উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় চবি উপ-উপাচার্যদ্বয়, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, বিএসএমআরএএইউ এর এডিশনাল রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক, উপাচার্য অফিসের স্টাফ অফিসার মো. মাইনুল ইসলাম বক্তব্য দেন। উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর উপাচার্যকে বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। এছাড়াও উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, ইনোভেশন হাব, আন্তর্জাতিক র‌্যাংকিং, সেমিষ্টার পদ্ধতিতে পাঠদানসহ ওবিই কারিকুলাম বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার অনিন্দ সুন্দর ক্যাম্পাস দেখে মুগ্ধ হন এবং এ বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ও একাডেমিক পাঠদান পদ্ধতি জেনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে চবি উপাচার্যের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি