চবি ইসলামের ইতিহাস বিভাগের সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন

3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবনিযুক্ত সভাপতি মুহিউদ্দিন আহমদকে ‘প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী, প্রাক্তন সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সমিতির জীবন সদস্য ও বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, প্রাক্তন সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহানসহ বিভাগের শিক্ষকমÐলী ও সমিতির জীবন সদস্যবৃন্দ।
নবনিযুক্ত সভাপতির সাথে মতবিনিময় সভা বিভাগীয় সভাপতির কক্ষে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী, প্রাক্তন সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সমিতির জীবন সদস্য ও বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ ও সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ। অনুভূতি প্রকাশ করে নবনিযুক্ত সভাপতি মুহিউদ্দিন আহমদ বলেন, অ্যালামনাই বিভাগের সম্পদ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগ একসাথে কাজ করে ঐতিহ্যবাহী বিভাগকে এগিয়ে নিবে। তিনি অ্যালামনাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি