চবি ইসলামের ইতিহাস বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল

4

গত ৩০ মার্চ বিকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ সিএমপি পুলিশ অফিসার্স ম্যাসের রুপটপ রেষ্টুরেন্ট-এ আয়োজিত প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (সমমনা) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। সমিতির সাবেক সভাপতি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন ও আবুল কদর। সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস.এম. বুরহান উদ্দিন। বক্তব্য রাখেন চবি ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. হেলালী, এড. মফিজুল হক ভুঁইয়া, মো. শাহ আলম, অধাপক মো. ইউনুস চৌধুরী, অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, লেয়াকত হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি আলমগীর পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এইচ. এম. সালামত উল্লাহ, বিভাগের শিক্ষক সুলতানা সুকন্যা বাশার, মনিরুজ্জমান ও সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল কবির খসরু প্রমুখ। বিজ্ঞপ্তি