চন্দনাইশ দোহাজারী হাজারী দিঘীতে বড়শি প্রতিযোগিতা অনুষ্ঠিত

3

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরস্থ হাজারী দিঘীতে গত ১৬ আগস্ট বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন প্রতিযোগি মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক ব্যক্তি থেকে ২৫ হাজার টাকা করে ১২ লক্ষ টাকা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাইফুল ইসলাম। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দিলে তিনি দুপুরে লোক পাঠিয়ে মাছ ধরা প্রতিযোগিতা বন্ধ করার জন্য বললেও প্রতিযোগিতা বন্ধ করেনি দিঘীর মালিক শামসুদ্দিন সওদাগর। এ ব্যাপারে তিনি বলেছেন, তার পুকুরে তিনি মাছ ধরেছেন, এজন্য কারো থেকে অনুমতি নেয়ার প্রয়োজন নেই বিধায় অনুমতি নেননি। তিনি বলেছেন- ২৫ হাজার টাকা করে ৩২টি সিট দেয়া হয়েছিল। অংশগ্রহণকারীরা যে মাছ পাবে টাকার পরিমাণ মাছ নিয়ে যেতে পারবে। কম পেলে টাকা ফেরত নিবে। তাছাড়া তিনি নির্বাহী কর্মকর্তা থেকে কোন রকম বাধা পাননি বলে জানান। এদিকে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম বলেছেন, তাদের সাথে ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাছ ধরার চুক্তিতে সিট নিয়েছেন ২৫ হাজার টাকা করে। ভাগ্যক্রমে অনেকে ৫০/৬০ হাজার টাকা মাছও পেয়েছেন আবার কেউ ৫ হাজার টাকার কম মাছও পেয়েছেন। কেউ অতিরিক্ত মাছ ফেরত দেননি এবং কাউকে কোন টাকা ফেরত দেয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, স্থানীয় কিছু লোক দেশের এই সময়ে মাছ ধরা প্রতিযোগিতা দেয়ার বিষয়টি তাকে অবহিত করলে তিনি লোক মারফত শামসুদ্দিন সওদাগরকে মাছ ধরা বন্ধ করার জন্য বলেছিলেন। পরে জেনেছেন তিনি তা না মেনে তার সময় মতো মাছ শিকার করিয়েছেন। এদিকে স্থানীয়রা লিখিতভাবে তার নিকট অভিযোগ দিয়েছেন বলে জানান। তিনি এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।