চন্দনাইশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুইজন কারাগারে

4

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান, কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এম.ডি, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদের বাড়িতে মারামারির মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে জেল হাজতে দিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। গত সোমবার আসামি হাই কোর্টের আদেশে আত্মসমর্পণ করলে ১ জনকে জামিন দিয়ে ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা যায়, গত ১৫ মার্চ রাতে জসিম উদ্দীন আহমেদের পৌরসভার বদুরপাড়স্থ নিজ বাড়িতে মারামারির ঘটনায় যুবলীগ নেতা মো. বেলাল (৪০), ছাত্রলীগ নেতা মো. আজিজুল হাকিম (২৭) মো. অনিক (২৮) মো. তানিম (১৯) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেলাল ও আজিজুল হাকিমকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আজিজুল হাকিমের স্ত্রী উম্মে হানি সাথী বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম আরমান, মো. মিজানুর রহমানসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সে মামলায় মারজাদুল ইসলাম আরমান, মো. মিজানুর রহমান, মো. নয়ন গত ২ এপ্রিল হাই কোর্ট বিভাগে আগাম জামিনের আবেদন জানালে তাদেরকে ৮ সপ্তাহের জামিন দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মেয়াদ শেষে গত ২৭ মে আসামীগণ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শুনানি শেষে মো. নয়নকে জামিন দিয়ে মারজাদুল ইসলাম আরমান, মো. মিজানুর রহমানের জামিনের আবেদন না মনজুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।