চন্দনাইশ উপজেলা সড়কের পাশ দখল করেছে বিকল যানবাহন

3

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলা সদর থেকে চন্দনাইশ শাহ আমিন পার্ক পর্যন্ত সড়কের উভয় পাশে বিভিন্নভাবে দখল করে রেখেছে প্রভাবশালী মহল। দেখার যেন কেউ নাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ পৌরসভা থেকে শাহ আমিন পার্ক পর্যন্ত সড়কটির দু’পাশে এবড়ো-তেবড়োভাবে রাখা হয়েছে বেশ কিছু অচল ও সচল যানবাহন। বিশেষ করে টিএন্ডটি অফিসের সামনে সড়কের পাশে অব্যবহৃরিত ভ্যান, জেনারেটর, ট্রলি, করিমন-নছিমন, ডেকোরেশনের চেয়ার-টেবিল ফেলে রাখা হয়েছে। তাছাড়া সড়কের দু’পাশের ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে সড়কের জায়গা দখল করে বিভিন্ন মালামাল রাখার কারণে সড়ক দিয়ে যানবাহন চলার সময় পথচারীরা বিপাকে পড়ে। অথচ এ সড়ক দিয়ে বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, প্রায় প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) গাড়ি নিয়ে চলাচল করলেও কোনরকম মোবাইল কোর্ট বা অন্য কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল দুর্ঘটনা এড়াতে সড়কের দু’পাশে রাখা যানবাহন ও অন্যান্য মালামাল অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদষ্টি কামনা করেছেন।