চন্দনাইশ উপজেলা প্রশাসনের সাথে এলডিপির মতবিনিময়

1

চন্দনাইশ প্রতিনিধি

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়স্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সাথে পৃথক পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৩ সেপ্টেম্বর দুপুরে মত বিনিময় সভায় উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, এলডিপি নেতা জসিম উদ্দীন, জসিম উদ্দীন হায়দার, এলডিপি নেতা মোসলেম উদ্দীন, সাহেব মিয়া, শামসুল আলম, নজরুল ইসলাম আবদুল, মাস্টার আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল ফজল, মোস্তাক উদ্দীন, আহমদ নুর, গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ রুবেল প্রমুখ।
পৃথক পৃথক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে তা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাবে। দলের প্রেসিডেন্ট কর্নেল অলি একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তার নির্দেশে এ সংগঠনটি শৃঙ্খলা মেনে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে দেশের যে কোন পরিস্থিতিতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারের পদক্ষেপকে স্বাগত জানান।