চন্দনাইশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শান্তি-সম্প্রীতি সমাবেশ

2

চন্দনাইশ প্রতিনিধি

দেশের চলমান পরিস্থিতিতে সুন্নি আলেমদেরকে মাদ্রাসা প্রধান ও চাকরি থেকে জোরপূর্বক অব্যাহতির বিরুদ্ধে, জীবনের নিরাপত্তা প্রদানসহ ১০টি বিষয় তুলে ধরে বৃহত্তর চন্দনাইশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শান্তি-সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
গত ৩০ আগস্ট বিকালে সংগঠনের উদ্যোগে উপজেলার খানহাট ওয়ান আজিজ সেন্টারের সম্মুখে শান্তি-সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব এম এ রহিম, উদ্বোধক ছিলেন সংগঠনের উপজেলার সভাপতি অধ্যক্ষ খাজা মুহাম্মদ মোবারক আলী, প্রধান বক্তা ছিলেন মাওলানা এনাম রেজা। মাওলানা আমিন উল্লাহর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাওলানা আহমদ হোসেন আল কাদেরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুফতি আশেকুর রহমান হাফেজনগরী, কাজী ওয়াহিদুর নূর, কিবরিয়া আজম, মাওলানা ইউসূফ নুর, আলমগীরুল ইসলাম বঈদী, নজুরুল ইসলাম, এডভোকেট মোজাম্মেল হক, আইয়ুব তাহেরী, মোজাম্মেল হক তালুকদার, মাওলানা সৈয়দুল হক, জহিরুল আলম, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, এনামুল হক, পারভেজসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের তালিকা প্রস্তুত করে ৫ আগস্ট স্বৈরাচার মুক্তি দিবস ঘোষণা, আন্দোলনে আহত ছাত্রদের তালিকা করে সুচিকিৎসার ব্যবস্থা, মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকীর হত্যা মামলার বিচার তরান্বিত করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ থেকে সুন্নি আলেমদের জোর পূর্বক পদত্যাগ ও জঙ্গিবাদী কায়দায় হামলা বন্ধ করা, ৫ আগস্টের সংখ্যালঘুদের বাড়িঘর ও উপসানলয়ে হামলা, বিভিন্ন বাড়িঘর, থানা, প্রশাসনিক স্থাপনায় হামলার বিচার, দেশের সম্পদ লুন্ঠনকারী দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ রাষ্টীয় কোষাগারে জমা দেয়াসহ ১০টি দাবি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল গাছবাড়িয়া কলেজ গেইট হয়ে চন্দনাইশ সদরে এসে মিছিলটি শেষ হয়।