চন্দনাইশে সাপ ও বিড়ালের কামড়ে আহত ৪

3

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার বিভিন্ন এলাকায় সাপ, বিড়াল ও পোকার কামড়ে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতদেরকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এইচএসসি পরীক্ষার্থী মো. তাসিব সাপের কামড়ে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি থাকায় চলমান এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা দিতে পারেনি সে। গত রবিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পশ্চিম এলাহাবাদের মৃত আহমদ হোসেনের ছেলে, গাছবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. তাসিব (১৬) পরীক্ষা দিতে যাওয়ার পূর্ব মূহুর্তে বাথরুমে যায়। বিদ্যুৎ না থাকা অবস্থায় বাথরুমে থাকা সাপের কামড়ে আহত হয় তাসিব। তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা কালাম প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এই ঘটনার কারণে তাসিব চলমান এইচএসসি পরীক্ষার প্রথমদিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।
অন্যদিকে, উপজেলার বাইনজুরির নাসির উদ্দীনের ছেলে মঈন উদ্দীন (১১) সাপের কামড়ে আক্রান্ত হয়ে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। একই এলাকার মো. হাসানের আড়াই বছরের মেয়ে মেহেরাজকে বিড়ালে কামড়ে আহত করে। এছাড়াও পৌরসভার দক্ষিণ হারলা এলাকার মৃত নজির আহমদের ছেলে গোলাম মোস্তফা (৭০) ভিমরোলের কামড়ে আক্রান্ত হয়ে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।