চন্দনাইশে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনঃবহাল, মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৩০ জুন সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। মুক্তিযোদ্ধা বিষয়ক সকল প্রতিষ্ঠানগুলোতে তাদের পরিবারের সদস্যদের নিয়োগ প্রদানে ৩০ শতাংশ কোটা পুনঃবহাল, মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রণয়ন করাসহ বিভিন্ন দাবিতে উপজেলা সদরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদনী, অধ্যক্ষ রতন কুমার নাথ, আমিনুল হক, মোহাম্মদ শফি, অনিল চক্রবত্তী, মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে মোরশেদুল আলম চৌধুরী, সাধন কুমার নাথ, এস.এম মাহাবুব ফাহিম, সম্রাট চৌধুরী, কাজী মুফিজুল ইসলাম, রবিউল হোসেন চৌধুরী (মাস্টার), সাহেদ চৌধুরী, মো. ইদ্রিস, মো. রবিউল হোসেন, রূপক দাশ গুপ্ত, রহিম চৌধুরী, আবু তালেব, সুজন নাথ, কামরুল ইসলাম, বাবুল চৌধুরী, শ্যামল বড়য়া প্রমুখ।