চন্দনাইশে এসএসসি ৯১ ব্যাচের মিলনমেলা

2

চন্দনাইশ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর এসএসসি-৯১ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা গত ২৪ মে জোয়ারার সূচিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ এসএসসি ’৯১ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত মিলনমেলা পরিণত হয় প্রাণের উৎসবে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- কথামালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ। মিলনমেলায় চন্দনাইশ উপজেলার প্রায় ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের ৫শ’ বন্ধু অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ’৯১ ব্যাচের সদস্য দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বন্ধুরা শিকড়ের টানে প্রাণের ’৯১ ব্যাচে ফিরে যাওয়া বন্ধুরা অনেক দিন পর একে-অপরকে কাছে পেয়ে হারিয়ে যায় শৈশবের অতীতে। বন্ধুদের স্মৃতি রোমন্থন, আবেগ-অনুভূতি ও ভালোবাসায় পরিণত হয় এই মিলনমেলা। উল্লেখ্য, ‘সুন্দর আগামী রচনা করাই হোক’ শ্লোগানে ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চন্দনাইশের অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা, অসহায়-গরীব ও দুস্থ মানুষের সাহায্য-সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি