চন্দনাইশে অপরাধ দমনে সার্বিক সহযোগিতা প্রয়োজন: ওসি

2

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার আইডিয়াল স্কুলসহ বিভিন্ন বসত ঘরে চোরের উপদ্রব বৃদ্ধি ও এলাকায় মাদক সেবন, চুরি, ইভটিজিংসহ অন্যান্য অপরাধ বেড়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম।
গত ২৮ জুন বিকালে চন্দনাইশ পৌরসভার আইডিয়াল স্কুল মাঠে পরিচালনা পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম এই সহযোগিতার আহবান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, জামে মসজিদের সভাপতি শহিদুল আলম চৌধুরী। অধ্যক্ষ ছৈয়দ মো. মঈনু উদ্দীন বাবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আবু ছাদেক শিবলু, আমির ফখরু চৌধুরী, মো. শাহেদ, মো. সেলিম উদ্দিন, মহিউদ্দিন সওদাগর, টিপু সুলতান, তাসলিম হোসেন ফাহিম, সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ওবাইদুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, কারণ মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকাসক্তের কারণে সমাজে চুরি ছিনতাই বেড়ে যায়। সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জুয়া খেলা, মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে। চন্দনাইশ উপজেলার মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি, ইভটিজিং, জুয়া ও বাল্য বিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে চন্দনাইশ থানার পুলিশ কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।