চন্দনাইশের দোহাজারীতে (দ.) ধ্বনিতে মুখরিত

1

চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ইসলামী সংগীত ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর বিকেলে দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ইসলামী সংগীত পরিবেশন ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের কন্ঠে মুখরিত হয়ে উঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি। ফলে পুরো এলাকা এ ধ্বনিতে যেন মুখরিত হয়ে উঠে। এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। নবী প্রেমিক মানুষগুলো এ ধ্বনিতে একাত্ম হয়ে কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গেছে। এভাবে চলে ঘন্টার পর ঘন্টা। অনুষ্ঠানস্থল থেকে যেন কেউ সরতে চাইনা। শুনতে চাই ইসলামী সংগীত বিভিন্ন শায়েরদের কন্ঠে। তাদের সুমধুর কন্ঠে নবী প্রেমের ধ্বনি যেন পুরো এলাকা কম্পিত করে তুলে। ইসলামী সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের বিভিন্ন নামকরা শায়েররা। শিক্ষার্থীরা জানান, সমাজে সুস্থ বিনোদনের সংস্কৃতি চর্চা করতে এই আয়োজন। এতে করে সবার মনে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে। আর ধর্মভীরু মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। তারা চাই সমাজ থকে বিনোদনের নামে নোংরামি, মদ, গাজার আড্ডা বন্ধ হোক।