‘চতুর্থ শিল্পবিপ্লবে রয়েছে সিসিই’র শিক্ষার্থীদের ভূমিকা’

2

আইআইইউসির সিসিই ক্লাব কর্তৃক একটি অনুপ্রেরণামূলক সেমিনারের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রফেশনাল পর্যায়ে যুক্ত হওয়ার দক্ষতা উন্নয়ন করা। আইআইইউসির সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন মিরাজ আহমেদ জাহেদি (অ্যালামনাই ১ম ব্যাচ, সিসিই)। তিনি ২০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গী সম্পর্কে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্টের এসিসট্যান্ট প্রফেসর এবং সিসিই ক্লাব প্রেসিডেন্ট আমানুল হক। সিসিই ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার জিয়াবুল হক, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির এবং ইঞ্জিনিয়ার হাসান জাকি। সিসিই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপস্থিতি প্রোগ্রামকে প্রাণবন্ত করে তোলে।
সেমিনারের প্রধান বক্তা মিরাজ আহমেদ জাহেদি দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। সেমিনার শেষে সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ক্লাব প্রেসিডেন্ট তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সিসিই ক্লাবের প্রেসিডেন্ট আমানুল হক অনুষ্ঠানের প্রধান বক্তা, উপস্থিত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি