চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েটের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী মেলা

7

গত ২৯ মার্চ, নগরীর আইইবির শহীদ শামসুজ্জামান-শহীদ প্রকৌশলী নুর হোসেন মিলনায়তনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামস্থ শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ফোরাম (সিএসএফ)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারশতাধিক বর্তমান শিক্ষার্থী এবং শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল চট্টগ্রামস্থ চুয়েট শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিনত হয়। এই আয়োজনে অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম, আইইবির সাবেক চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চুয়েট উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ, সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, সিএসএফ’র মডারেটর অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, প্রফেসর আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ ও প্রমুখ। অনুষ্ঠানে চুয়েটের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলনমেলায় নিজেদের অনুভূতি প্রকাশ করে এবং বর্তমান কমিটির সকলকে ধন্যবাদ জানায়। চুয়েট ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম ছাত্রদের এধরনের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। আমন্ত্রিত অতিথিগন এ ধরনের কার্যক্রম যেন ভবিষত্যতেও চলমান থাকে সে আশা প্রকাশ করেন। আইইবি থেকে সিএসএফ-এর এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান প্রকৌশলী মোহাম্মদ শাহাজাহান। সিএসএফ-এর বর্তমান সভাপতি অভিজিত দত্ত এবং সাধারণ সম্পাদক উদয় পাল সিএসএফ-এর ইফতার মাহফিলে অংশ নেওয়ায় আমন্ত্রিত অতিথি, বর্তমান ও প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিবছর রমজানে ইফতার মাহফিল এর পাশাপাশি বছর জুড়ে অনুদান, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম তারা করে থাকেন। বিজ্ঞপ্তি