চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণসভা

4

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শ্রীঅরবিন্দ বিদ্যাপীঠ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মালতী চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ আলোচসা সভা গত ১০মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন মাষ্টার অজিত কুমার শীল।সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, কবি আশীষ সেন, নাট্যজন বিক্রম চৌধুরী। প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাবেক কেন্দ্রীয় য্বুলীগনেতা শহীদুল ইসলাম পিন্টু, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, অধ্যাপিকা জান্নাতুর নুর তানিয়া, চন্দন চক্রবর্তী, তবলা প্রশিক্ষক কানু রাম দে, সংস্কৃতিকর্মী নিলয় দে, রাজীব ধর, সবুজ চৌধুরী রকি প্রমুখ। সভায় বক্তারা বলেন-শিক্ষিকা মালতী চৌধুরী ছিলেন একজন জীবন সংগ্রামী মানুষ। আজীবন তিনি শিক্ষকতা পেশাকে আকড়ে ধরে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শুধু শিক্ষার্থীদের শিক্ষাদানে তিনি ক্লান্ত তিনি নিজের প্রতিটি সন্তানকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজের দুঃস্থ, দরিদ্র মানুষের কল্যাণেও নিজ সাধ্যানুযায়ী ভুমিকা রেখে গেছেন। বিশেষ করে সমাজের দরিদ্র নারী শিক্ষার্থীদের জন্য তিনি নিজের বেতন ও টিউশনের টাকা দিয়ে তাদের শিক্ষাদানের কাজে নিরবে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।