চট্টগ্রাম মহানগরী রিকশা চালক মালিক ঐক্য পরিষদের সভা

13

চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা সম্প্রতি লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ঐক্যপরিষদের সভাপতি আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুজ জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি ও ঐক্য পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম।
সভায় বক্তারা বলেন, অচিরেই উচ্চ আদালতের আদেশ কার্যকর করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করতে হবে। এবং বারিক বিল্ডিং থেকে বহদ্দার হাট পর্যন্ত প্যাডেল রিকশা বন্ধের যে সিদ্ধান্ত তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গরিবের পেটে লাথি মারার যে চক্রান্ত আজ চলছে তা বাস্তবায়নের চেষ্টা করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মানববন্ধন, অনশন কর্মসূচিসহ আইনী লড়াইয়ের মাধ্যমে তা রুখে দেওয়া হবে। বক্তারা আরও বলেন, ধনী-গরিব বৈষম্যের পথ পরিহার করে নগরবাসীকে একটি নিরাপদ যানবাহন সেবা দিতে প্রশাসনকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, মোহাম্মদ করিম কোম্পানী, নুরুল আলম জিকু, সেকান্দর কোম্পানী, মোহাম্মদ মহিবুল্লাহ, মোখলেচুর রহমান, ফরিদ মাস্টার, মোহাম্মদ সোহাগ, লিটন দাশ, মোহাম্মদ হাসান, বাবুল চন্দ্র, কানু চৌধুরী, মুহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ জুলু মিস্ত্রী প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি