চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠন

47

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার (চমকস) সভাপতি ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর এক অফিস আদেশে ২০২৪-২০২৫ইং সালের জন্য সংস্থার ফুটবল কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তফিজুর রহমান (পিপিএম-বার) এবং সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মাহবুব উল আলম ভূঁইয়া (মুকুল)।
কমিটির ভাইস-চেয়ারম্যান হয়েছেন আশীষ ভদ্র, ইবাদুল হক লুলু, তৈয়বুর রহমান, অধ্যাপক সুমন বড়–য়া, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মাহবুব আলম খান পিপিএম, এস.এম আব্দুল্লাহ আল মামুন, ফরিদ আহমদ, রাকিব মাহমুদ, সাইফুল্লাহ মানসুর, এম. এ মুছা বাবলু এবং নবাগত যুগ্ম সম্পাদক আইনুল কবির জিতু, নতুন সদস্য হয়েছেন মোঃ গালিব, মুনতাসির মাহমুদ, ইয়াসিন আরাফাত, মুহাম্মদ আবদুর রহিম, নূর হোসেন দৌলত এবং এই কমিটিতে বহাল আছেন সদস্য সংস্থার সাধারণ সম্পাদক প্রয়েসর শায়েস্থা খান, মমতাজুল হক রুক্কু, সেকান্দর কবির, কায়সার মির্জা, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম-সম্পাদক হিসেবে বহাল আছেন মোঃ জহির উদ্দিন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মারুফ, অধ্যাপক যাহেদুর রহমান, নুরুল ইসলাম নুরু, নওশাদ আলম চৌধুরী, ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম, দেবাশীষ বড়–য়া, আর. আই,সিএমপি, মোঃ মনির হাসান ভূইয়া (আনোয়ার), সাধারণ সম্পাদক, মহানগরী ফুটবল রেফারী সমিতি, প্রবীন কুমার ঘোষ, আব্দুল গফুর পন্টি, মোঃ হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, ইয়াকুব আলী, আনিসুর রহমান মিরাজ, মোঃ শাহজাহান আহমেদ সামি, আরিফ মোঃ অনিক, মাহবুব আলম রাজিব প্রমুখ।