চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অলিম্পিক ডে’২৪ উদ্যাপন

7

বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার সকাল ১০টায় এম.এ. আজিজ ষ্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো ‘অলিম্পিক ডে ২০২৪’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মুহাম্মদ আনোয়ার পাশা, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. আসলাম হোসেন খান, সদস্য আবু সামা বিপ্লব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্মাদিকা শর্মিষ্ঠা রায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য দিদারুল আলম, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, এনামুল হক, মুজিবুর রহমান, সি.ডি.এফ.এ নির্বাহী সদস্য সাইফুল আলম খান, জাফর ইকবাল, হারুনুর রশীদ, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, সাইফুল আলম বাবু, আলী হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, সালাউদ্দিন জাহেদ, হারুনুর রশীদ, সাইফুল আলম বাপ্পী, আবুল হাসনাত, ডাঃ সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান জাতীয় খেলোয়াড়, এ্যাথলেট, বিভিন্ন ক্রীড়া একাডেমীর খেলোয়াড়-কোচ, রোভার স্কাউট, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিপূল সংখ্যক ক্রীড়ামোদী জনগণ অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে বৃক্ষরোপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।