চট্টগ্রাম বিভাগীয় কোর্স ফর রোভার মেট উদ্বোধন

2

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় কক্সবাজার জেলা রোভারের ব্যবস্থাপনায় উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ কক্সবাজারে ২৩ মে উদ্বোধন হয় চট্টগ্রাম বিভাগীয় কোর্স ফর রোভার মেট। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ৫০জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্স কক্সবাজারের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম। কোর্সে সভাপতিত্ব করেন সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এলটি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা রোভারের কমিশনার এহেসান হেলালি। প্রশিক্ষকদের মধ্যে মোহাম্মদ রুহুল আমীন খান, অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, শাহেদা সুলতানা, নাজনীন সুলতানা, মোহাম্মদ খালেদুর রহমান, এস এম হাবিব উল্লাহ হিরু, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. তাওহিদুল ইসলাম, কক্সবাজার জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি রিদুয়ান আজিজ উপস্থিত ছিলেন।
বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরির ক্ষেত্রে স্কাউট আন্দোলন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি