চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট হতে হবে বিড়ম্বনামুক্ত

3

হজযাত্রী কল্যাণ পরিষদের সভা গত ৫ মে নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হল রুমে পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সালেহ আহমদ সুলেমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, যাহেদুর রহমান যাহেদ, অধ্যক্ষ ডা. মুহাম্মদ নুরুল আমিন, অ্যাড. নুরুল আলম চৌধুরী, মুহাম্মদ নাঈম নিমু, কাজী আরিফুল ইসলাম, অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, অ্যাড. মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ শরীফ, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী প্রমুখ।
সভায় বাংলাদেশ বিমানের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, হজযাত্রীরা যাতে চট্টগ্রাম বিমানবন্দরে বিড়ম্বনার সম্মুখীন না হয়। চট্টগ্রাম বিমানবন্দরে যাতে বিমানের পক্ষ থেকে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকে যারা হজযাত্রীদের সহায়তা করবে। হজযাত্রীর মধ্যে মহিলা হজযাত্রীও কম নয়। হজের এক মাস আগে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট যাচ্ছে। হজের ১৫ থেকে ২০ দিন বা তার আগের হজযাত্রীরা হজের আগে পবিত্র মদিনা গমন করেন। চট্টগ্রাম থেকে ১৪-২৫ তারিখের হজ ফ্লাইটগুলো পবিত্র মদিনায় হওয়া উচিত ছিল। বাংলাদেশ বিমান তা না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, ২২টি ফ্লাইটের মধ্যে শুধু দু’টি ফ্লাইট পবিত্র মদিনা বিমানবন্দরে অবতরণ করলে বাকি ফ্লাইটগুলোর হজযাত্রীরা হয়রানি তথা কষ্টের সম্মুখীন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি