চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন আজ

5

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট আজ। তিনটি বুথে সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল বিকাল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে উৎসব-শঙ্কা দুটোই থাকলেও শেষ মুহূর্তে শান্তিপূর্ণ ভোট হওয়ার আশা সংশ্লিষ্ট সবার।
নির্বাচন উপ-কমিটি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী। এতে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসার, তিনজন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৬ জন পোলিং অফিসার থাকবেন। জেলা প্রশাসনের ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ জন পুলিশ ও ১০ জন আনসার মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন সাইফুল আলম বাবু ও মুহাম্মদ জাহাঙ্গীর আলম (হাসান জাহাঙ্গীর), সহ-সভাপতি পদে অঞ্চল কুমার চৌধুরী, আলোক মাহমুদ, তাপস শেখর ও দীপেন কান্তি চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে আলাউদ্দিন তাহের, কঙ্কন দাশ, কমল দাশ, মো. জামশেদ উদ্দীন, মো. শহিদুল করিম চৌধুরী নিন্টু ও মুহাম্মদ সাজ্জাত হোসেন। তাছড়া কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। তারা হলেন আশিকুর রহমান, বাপ্পা চৌধুরী, বিশ্বজিৎ পাল, মো. আকরাম হোসেন, মোহাম্মদ আলী, মো. সেলিম রেজা সাগর, মো. হানিফ খন্দকার, রুবেল দাশ প্রিন্স, রহিমা খাতুন লুনা ও সামশুল হায়দার তুষার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটার কার্ড বিতরণ এবং প্রার্থীদের মাঝে এজেন্ট কার্ড বিতরণ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেননি এবং কেউ কোন অভিযোগ দায়েরও করেননি।’