চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

3

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলার এক বর্ধিত সভা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের মাতা পারুল পালিত সহ যেসকল সংগঠক প্রয়াত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, বিপুল দত্ত, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, উৎপল রক্ষিত, অলক মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, উত্তম কুমার শর্মা, কল্লোল সেন, কোষাধ্যক্ষ দীপক তালুকদার, সহ কোষাধ্যক্ষ বিধান রক্ষিত, সাংগঠনিক সম্পাদক রিমন কান্তি মুহুরী, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, দপ্তর সম্পাদক সুরঞ্জন ভট্টাচার্য, অমিত লালা, সাগর মিত্র, অমিতাভ দাশ, প্রবীর পাল, রূপক শীল, রূপন ধর, এডভোকেট পংকজ কুমার চৌধুরী, চন্দন মজুমদার, রাজশ্রী মজুমদার, নিউটন সরকার, নিরূপম দাশগুপ্ত, অ্যাডভোকেট তরুন কিশোর দেব, রতন কুমার চৌধুরী, সুদর্শন রায়, অনুপ রক্ষিত, সুভাষ সরকার, বিমল চন্দ্র নাথ, লিংকন চক্রবর্তী, নরোত্তম বনিক, সুজন তালুকদার, আশীষ শীল, শৈবাল চক্রবর্তী, সুপায়ন সুশীল, অপু বৈদ্য, শম্ভুনাথ সরকার, ডা. রিটন দাশ, রাসেল নন্দী, বরুন আচার্য বলাই, অনুপ চক্রবর্তী, সৈকত পালিত, অধ্যাপক দয়াল রায়, অরুন পালিত বাসু, রাজীব শীল, ঝন্টু কুমার দাশ, প্রণব দাশ, কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি