চট্টগ্রাম জেলা পরিষদের ১১নং সদস্য পদে নির্বাচন ২৭ জুলাই

1

চন্দনাইশ প্রতিনিধি

গত ২২ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদের ১১নং সাধারণ ওয়ার্ড সদস্য আবু আহমেদ জুনু পদত্যাগ করলে পদটি শূন্য হয়। শূন্য পদ ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে গত ২৭ জুন রিটার্নিং অফিসার ও সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ২৭ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদের ১১নং সদস্য পদের নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেন। জেলা পরিষদ নির্বাচন বিধি মালা ২০১৬ এর বিধি ১০ অনুযায়ী চট্টগ্রাম জেলা পরিষদের ১১নং সাধারণ ওয়ার্ডের সদস্য শূন্য পদে নির্বাচন আগামী ২৭ জুলাই। একই বিধি মালা অনুযায়ী নির্বাচনের তারিখ আগামী ২৭ জুলাই নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৪ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন, ৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৬-৮ জুলাই মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১১ জুলাই প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচারণার মধ্য দিয়ে ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান, ২ ভাইস চেয়ারম্যান, ২ পৌর মেয়র, ২৪ কাউন্সিলর, ৮ ইউনিয়নের ৮ চেয়ারম্যান, ৯৬ জন ইউপি সদস্যসহ ১৩৩ জন জনপ্রতিনিধির প্রত্যক্ষ ভোটে ১ জন জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবেন। তফশিল ঘোষণার পর থেকে চন্দনাইশের এই পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কাইছার, উপজেলা যুবলীগ নেতা আ.ন.ম হাসান চৌধুরীসহ বেশ কয়েকজন আ.লীগ নেতা। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।