চট্টগ্রাম কলেজে শহীদ ওয়াসিমের নামে ভবন নামকরণের দাবি

2

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রাম কলেজে একটি ভবনের নামকরণের প্রস্তাব করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাশ নুরী সিজ্জির নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাব করেন।
এসময় নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের সমসাময়িক বিষয় হল বন্টন নিয়ে স্বচ্ছতা, সন্ত্রাসমুক্ত, সহঅবস্থান ও নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ছাত্রদল নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া শহীদ ওয়াসিমের নামে কলেজে ভবন নামকরণের প্রস্তাব করলে প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম চৌধুরী এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম আবীর, নাইম ভূইয়া, এনামুল হক, শাকের উল্লাহ, রিদওয়ানুল হক, সদস্য মো. মাসুম, মো. পারভেজ, ইমরান হোসেন, সাইম আবসার, মো. আনাস প্রমুখ। বিজ্ঞপ্তি