চট্টগ্রামে দ্বিতীয় দিনে অনুপস্থিত ৯২৮ জন

3

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯২৮ পরীক্ষার্থী। যা সংখ্যায় এক শতাংশ। এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় চট্টগ্রাম ও খাগড়াছড়ির দুটি কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে বহিষ্কৃত দুই পরীক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল পরীক্ষায় অংশ নিয়েছেন ৯২ হাজার ২১৬ জন। এর মধ্যে চট্টগ্রামের ৬৯টি কেন্দ্রে ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬৭ হাজার ৭১৭ জন। অনুপস্থিত ছিলেন ৬১১ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১১ হাজার ৫৪১ জন। অনুপস্থিত ছিলেন ১৪৩ জন। রাঙামাটি জেলায় ১০টি কেন্দ্রে ৪ হাজার ৬৩৮ জনের মধ্যে অংশ নেন ৪ হাজার ৫৮২ জন। অনুপস্থিত ছিলেন ৫৬ জন পরীক্ষার্থী। একইভাবে খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ২৯৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ২৫০ জন এবং অনুপস্থিত ছিলেন ৪৯ জন। বান্দরবান জেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ১৯৫ জনের মধ্যে অংশ নেন ৩ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিলেন ৬৯ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান পূর্বদেশকে জানান, এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ (মঙ্গলবার) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ২১৬ জন। বাকি ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।