চট্টগ্রামে গণপরিবহন যাত্রীদের অন্তর্ভুক্তিমূলক সেবা নিরূপণ গবেষণা বিষয়ে কর্মশালা

7

ইপসা সম্প্রতি চট্টগ্রাম নগরীর সকল ধরনের যাত্রী বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ জনগোষ্ঠীর জন্য গণপরিবহন সমূহে নিরাপদ ও অন্তর্ভূক্তিমূলক সেবা প্রদানের চ্যালেঞ্জ এবং দুর্বলতাসমূহ চিহ্নিত করা, গণপরিবহনসমূহে বিদ্যমান নিরাপদ ও অন্তর্ভূক্তিমূলক সেবাসমূহ উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা এবং চট্টগ্রাম নগরীর গণপরিবহন সেবার গুণগত মানউন্নয়নে নিরাপদ ও অন্তর্ভূক্তিমূলক পাবলিক সেবা প্রদানকারী স্টেকহোল্ডার সক্ষমতা নিরুপণ করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চট্টগ্রাম নগরীর গণপরিবহন ব্যবহারকারী যাত্রীদের অন্তভর্‚ক্তিমূলক সেবানিরুপণ বিষয়ক গবেষনা কার্যক্রম বাস্তবায়ন করেছে। উক্ত গবেষণার ফলাফল উপস্থাপন এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য করণীয় বিষয় নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সরকারী কর্মকর্তা, বেসরকারী সংস্থা, গবেষক, শিক্ষক ও সাংবাদিক, গণপরিবহন মালিক ও শ্রমিক, গণপরিবহন ব্যবহারকারী বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীর উপস্থিতিতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর একটি হোটেলে এই কর্র্মশালা আয়োজন করে ইপসা। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর যুগ্ম সচিব নাজনিন ওয়ারেস। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী। ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানুর পরিচালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের ডিন অধ্যাপক ড. রাশেদুল হাসান, সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (উত্তর) এর অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কীর্তিমান চাকমা, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বিআরটিএ এর সহকারি পরিচালক (প্রকৌশল) আতিকুর রহমান, বিআরটিসির ব্যবস ব্যবস্থাপক (অপারেশন) মো. জুলফিকার আলী, চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) ও নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, ট্রান্সপোর্ট প্রফেশনাল এলায়েন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাসান, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল প্রমুখ। কর্মশালায় উন্নয়নশীল এবং সমন্বিত নগর পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন এবং পরিবহণ সেবায় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএসকেপ এর প্রতিনিধি মদন বি রেজভি এবং নগর পরিবহণ বিশেষজ্ঞ ভারতের সিইপিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিভানন্দ সোয়ামি। ঢাকা ও বাংলাদেশের প্রধান শহরগুলোতে নগর পরিবহন ব্যবস্থার চিত্র নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর যুগ্ম সচিব নাজনিন ওয়ারেস। চট্টগ্রামের গণপরিবহনের বর্তমান অবস্থা মূল্যায়ন ও ডিজিটাল প্রযুক্তির ও প্রয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নগর বিশেষজ্ঞ ও গবেষক মো. নুরুল হাসান। চট্টগ্রামের গণপরিবহনে অন্তভর্‚ক্তিমূলক সেবা নিরুপণ গবেষণার ফলাফল তুলে ধরেন ইপসার পরিচালক মো. শাহজাহান। বিজ্ঞপ্তি