চট্টগ্রামে কবি নজরুলের স্মৃতি সংরক্ষণ করার আহবান

4

বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের আয়োজনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে বিকেলে চট্টগ্রাম নজরুল স্কোয়ার প্রাঙ্গণে নজরুল ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সোহেল ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুাষ্ঠত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলমান ইতিহাস ও সাহিত্য সমিতির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, কবি কুতুবউদ্দিন বখতিয়ার, মুসলমান ইতিহাস সমিতির মহাসচিব মাস্টার আবুল হোসাইন, কবি আলমগীর হোসাইন, জিএম মামুনুর রশিদ, সংগঠক জেম মাহমুদ, অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রাচীন এই চট্টগ্রামে কবি তিনবারের অধিক এসেছেন। চট্টগ্রাম নিয়ে তিনি লিখেছেন। চট্টগ্রাম ভ্রমণ করে এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশেছেন। কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করেছেন। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে কবিকে মুসলিম এডুকেশন ও চট্টগ্রামের মুসলিম নাগরিক সমাজ সংবর্ধনা দিয়েছিল। নতুন প্রজন্মকে নজরুল চর্চায় উৎসাহ প্রদানে চট্টগ্রামে নজরুল স্মৃতি সংরক্ষণ করার আহবান জানান তারা। সিডিএর সামনে থেকে ফিরিঙ্গি বাজার হতে কর্ণফুলী নদী পর্যন্ত সড়কটি কবি নজরুল সড়ক নামে আছে। সেই নজরুল সড়কটিতে একটি কবি নজরুলের ম্যুরাল স্থাপনের দাবি জানান তারা। বিজ্ঞপ্তি