চট্টগ্রামে এডাবের ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

6

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা বলেছেন, স্মার্ট বাংলাদেশে বিনির্মানে সরকারের অন্যতম সহযোগী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলি সরকারের সহায়ক হিসাবে কাজ করছেন। উন্নয়ন সংস্থাগুলোর বিভিন্ন মানব উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখায় সরকারের কর্মকান্ড তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃতি ঘটেছে। সেকারণে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব শক্তি তৈরির বিকল্প নেই। বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসাবে এডাব সদস্য সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলো প্রশংসনীয়। ২৭ জুন নগরীর কারিতাম মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংগঠন সমুহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) চট্টগ্রাম কর্তৃক আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। বিশিষ্ট নারী নেত্রী ও এডাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, এডাব এর কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক, এডাব-ফেনী জেলা কমিটির সভাপতি কাজী সালাহ উদ্দীন নোমান, এডাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও বনফুল সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, উৎসের নির্বাহী পরিবচালক মোস্তফা কামাল যাত্রা ও ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি