চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

5

পেকুয়া প্রতিনিধি

চট্টগ্রামস্থ পেকুয়া সমিতির কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ হয়েছে। গত ৬ জুন চট্টগ্রামস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের চৌধুরী ও সহকারী কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আমিরুল মোস্তফা স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হয়। ওইদিন সর্বসম্মতিক্রমে অধ্যাপক নূরুল আমিন চৌধুরীকে (শীলখালী) সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের (বারবাকিয়া), মো. নুরুল আবছার (টইটং), অধ্যাপক নজরুল ইসলাম (পেকুয়া), সরফরাজ আল নেওয়াজ চৌধুরী (পেকুয়া), অধ্যাপক আমিরুল মোস্তফা (পেকুয়া), এডভোকেট আশফাক আহমদ (পেকুয়া), মো. নাছির উদ্দিন (টইটং), মো. নুরুল ইসলাম (পেকুয়া), মাহফুজুল হক (টইটং), অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন (শীলখালী)। সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহিম (বারবাকিয়া)। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল মোস্তফা (পেকুয়া), আ.ন.ম সোহাইল (পেকুয়া), এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন (বারবাকিয়া), মোহাম্মদ আখতার কামাল (টইটং), আশেক মোহাম্মদ শাহাদাত হোছাইন (টইটং), এডভোকেট হেলাল বিন মনজুর তামিম (বারবাকিয়া), মোহাম্মদ সেলিম উদ্দিন (বারবাকিয়া)। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জাফর সাদেক (রাজাখালী), অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম (পেকুয়া), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কামাল হোছাইন (রাজাখালী), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুশীল বিকাশ নাথ (বারবাকিয়া), সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হায়দার (মগনামা), মহিলা বিষয়ক সম্পাদক কারিনা ফারজানা কবির শাহজাদী (পেকুয়া), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট দিলরুবা আকতার লিজা, (বারবাকিয়া), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশফাকুর রহমান (পেকুয়া), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অপ্টোমেট্রিস্ট দিদারুল ইসলাম (শীলখালী), পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হক মো. আবুল হোসাইন (রাজাখালী), প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম (পেকুয়া), দুর্যোগ ও মানবিক সহায়তা বিষয়ক সম্পাদক ডা. মো. আতিকুর রহমান(রাজাখালী), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী (মগনামা), শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন (শীলখালী), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল আনোয়ার (বারবাকিয়া), মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বারেক আহমদ (বারবাকিয়া), দপ্তর সম্পাদক মুজিবুল হক মিয়াজী (রাজাখালী), ছাত্র বিষয়ক বিষয়ক সম্পাদক মিজানুল করিম (পেকুয়া), প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ (পেকুয়া), আপ্যায়ন সম্পাদক মোহাম্মন বেলাল হোছাইন (বারবাকিয়া), সিনিয়র নির্বাহী সদস্য এ জে এম গিয়াসুদ্দীন চৌধুরী (রাজাখালী), নির্বাহী সদস্য এস এম মোরশেদ জাফর, শাহাদাত হোসাইন (মগনামা), এইচ এম সলিম উল্যাহ (শীলখলী), নির্বাহী সদস্য সাজ্জাদুল হক ও মোহাম্মদ ইছহাক (বারবাকিয়া)। উল্লেখ্য, নবগঠিত পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম ২০২৪-২৬ সাল দুই বছর মেয়াদে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।