চকরিয়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ছিনতাইচক্রের ৫ সদস্য আটক

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ছিনতাইকারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬) জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশ চকরিয়া পৌর শহরের হোটেল আল ফরিদের ১১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার জসিম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ছোটন (১৯), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালুমঘাট এলাকার নুরুল কবিরের ছেলে মাহমুদুল করিম (২৮), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাশেম মাস্টার পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), পালাকাটা ৭ নম্বর ওয়ার্ডের কাশেম মাস্টার পাড়া এলাকার আবুল কালামের ছেলে আরফাতুল ইসলাম (২২) ও ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার মুজিবুল হকের ছেলে মিনহাজুর রহমান নয়ন (২৯)। পুলিশ জানায়, আটককৃতরা সবাই আন্তঃজেলা ছিনতাইচক্র ও মোটরসাইকেল চোরচক্রের সদস্য।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন,আন্তঃজেলা ছিনতাইচক্র ও মোটরসাইকেল চোর চক্রের বেশ কয়েকজন সদস্য চকরিয়া পৌর শহরের হোটেল আল ফরিদে অবস্থান নেয়ার খবর গোপন সূত্রে জানতে পেরে দ্রæত সেখানে অভিযান চালায়। এ সময় হোটেলের ১১ নম্বর কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করি। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।