চকবাজারে সিলগালা ২ রেস্টুরেন্ট, শপিং মলকে জরিমানা

5

নিজস্ব প্রতিবেদক

অসামাজিক কার্যকলাপ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং পরিবেশনের দায়ে চকবাজারের দুই রেস্টুরেন্ট সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রেস্টুরেন্টগুলো হলো গুলজার মোড়ে কফি ম্যাক্স ও কেয়ারি মোড়ের দাবা। গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠান দুটিতে এ অভিযান পরিচালনা পরিচালিত হয়। অভিযানে কফি ম্যাক্সকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-পরিচালক মোহাম্মাদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান।
অন্যদিকে একই দিনে অপর অভিযানে নগরের চট্টেশ্বরীর সিটি সেন্টার শপিং মলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় পণ্যের নির্দিষ্ট মোড়ক ব্যবহার না করা, বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্যের গায়ে মূল্য না থাকা, উৎপাদন মেয়াদ না থাকা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।