চকবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

4

নিজস্ব প্রতিবেদক

নগরীর চকবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে গণি বেকারি মোড়ে এ ঘটনা ঘটে।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈম বলেন, ‘আজ (সোমবার) ফিলিস্তিন ইস্যুতে আমাদের কেন্দ্র ঘোষিত একটি প্রোগ্রাম ছিল। সকালে কলেজে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে মিছিল বের করি। মিছিলটি দেব পাহাড় ঘুরে আবার কলেজে ফিরে আসার সময় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। হকি স্টিক দিয়ে আমার হাতে আঘাত করা হয়। আমাদের ১১ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকদিন আগে চকবাজার থানা ছাত্রলীগের কিছু কর্মী কলেজে এসে মাদক সেবন করছিল। এসময় আমরা পুলিশ ডেকে এনে তাদের ধরিয়ে দিয়েছিলাম। সেই ঘটনাকে কেন্দ্র করে ওপর হামলা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।’
তবে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ফিলিস্তিন ইস্যু নিয়ে ডাকা নগর ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা গাড়ি ঠিক করেছিলাম। দুইটি গাড়িতে আমাদের কর্মীরা উঠে। আরেকটি গাড়ি ভাড়া করার সময় মহসিন কলেজ ছাত্রলীগের কর্মীরা এসে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে নাঈম ও মিজানের নেতৃত্বে আমাদের ছেলেদের ওপর হামলা করা হয়। এতে আমাদের দুই কর্মীর মাথা ফেটে গেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছে। আমি নিজেও আহত হয়েছি। এ ঘটনায় মামলা করা হবে বরে জানান তিনি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’