ঘূর্ণিঝড় রেমাল চসিকের কন্ট্রোল রুম চালু

2

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও জনগণকে তথ্যসেবা দিতে নগরীর দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।
দুর্যোগ না কাটা পর্যন্ত শনিবার দুপুরে চালু হওয়া এ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা দুর্যোগকবলিত জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০১৮১৮৯০৬০৩৮।
চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, রেমালের ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে কন্ট্রোল রুম খোলা হয়েছে।রেমালের ঝুঁকি না কমা পর্যন্ত কন্ট্রোল রুম থেকে নাগরিকদের তথ্য সেবা দেয়া হবে। এছাড়া, আমরা রেড ক্রিসেন্টের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু করেছি যাতে ঝুঁকিতে থাকা নাগরিকরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এছাড়া, জরুরি প্রয়োজনে বিতরণের জন্য শুকনো খাবারের ত্রাণও প্রস্তুত করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর টাইাগার পাসস্থ চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিমের সভাপতিত্বে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে সভা হবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে গতকাল শনিবার বিকাল ৪ টায় পূর্ব প্রস্তুতিমূলক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে জরুরি কন্ট্রোল রুমের কাজ শুরু করা হয়। কন্ট্রোল রুমের নাম্বার ০১৬০৩৯০০৯৭৭। এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সহযোগিতা প্রদান করছে। নগরীর ৩৮, ৩৯, ৪০, ৪১ নম্বর ওয়ার্ডে জনগনকে সচেতন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।