গোসাইল ডাঙ্গা ফুটবল লিগের নিলাম সম্পন্ন

1

গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী কতৃক আয়োজিত (এঋখ) গোসাইলডাঙ্গা ফুটবল লিগ ২০২৪ এর খেলোয়াড নিলাম অনুষ্ঠান জাঁকজমক পুন’ভাবে অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সি এন্ড এফ এসোসিয়েশন এর সভাপতি ও চট্টগ্রাম চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক এ,কে এম আকতার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে সহ-সভাপতি সি জে কে এস সহসভাপতি হাফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিজেকেএস’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, স্পন্সর প্রতিষ্টান শাহ আমানত এ্যাপট ইন্টার ন্যাশনাল এর প্রোপাইটর হাজী হুমায়ুন কবির, সি জে কে এস এর সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি, বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, সি জে কে এস এর ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল, আজাদ রহমান প্রমুখ।
গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাহেদুল বাশার জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের। এই জাঁকজমক টুনামেন্ট এর নিলামে ৯টি দলের অংশগ্রহণে মোট ২৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।