গোল্ডেনকার্ড ভিসা পেলেন প্রবাসী ব্যবসায়ী ফখরুল

80

আরব আমিরাত সরকারের ঘোষিত গোল্ডেনকার্ড ভিসা পেয়েছেন আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল সুমাইয়া গ্রæপের চেয়ারম্যান প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি। গত বৃহস্পতিবার আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আবুধাবি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে গোল্ডেনকার্ড ভিসা প্রদান করেন। এটি সম্মানজনক একটি স্মারক সম্মাননা বলে বিবেচিত। এ গোল্ডেনকার্ড ভিসা আরব আমিরাতে অবস্থানরত বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিশেষ প্রতিভা, গবেষক, বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষার্থীদের স্থায়ী আবাসিক বাসস্থান (১০ বছর মেয়াদি) প্রকল্পের একটি অংশ। এর আগে ফখরুল ইসলাম খান সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কমার্শিয়াল ইম্পোরটেন্ট পার্সন (সিআইপি) মনোনীত হন। ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, প্রবাসী বাংলাদেশি হিসেবে এ সম্মাননা পাওয়ায় আমি সম্মানিতবোধ করছি। এজন্য আরব আমিরাত সরকার এবং সুপ্রিম কাউন্সিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, তিনি জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক এবং মিরসরাই সমিতি আরব আমিরাতের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে। তাঁর বাবার নাম প্রয়াত হাজী শাহ আলম। তিনি স্থানীয় সমাজসেবক হিসেবে পরিচিত।