গাজা শহরের কাছে ইসরায়েলি হামলা

1

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) এই হামলা হয়েছে। হামলার আগে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই অঞ্চলের রাফাহ শহরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গাজা শহরের শেজাইয়ার আশেপাশের বাসিন্দারা বলেছেন, বিকেলের দিকে ট্যাংক চলাচলের আওয়াজ এবং গুলির শব্দে বিস্মিত হয়েছিলেন তারা। শহরটিতে সারারাত বোমাবর্ষণের পর ড্রোন হামলাও চালিয়েছে সেনারা। যুদ্ধের প্রথম দিকে এই অঞ্চলে এ ধরনের হামলা হয়েছিল।
গাজা শহরের এক বাসিন্দা ২৫ বছর বয়সী মোহাম্মদ জামাল। একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে তিনি বলেছেন, ‘শব্দ শোনে মনে হচ্ছিল আবারও যেন যুদ্ধ শুরু হচ্ছে। একটি সিরিজ বোমা হামলায় ভবনগুলো কেঁপে উঠেছিল। আমাদের এলাকার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।’