গাজায় বেড়েছে হামলার তীব্রতা ২৪ ঘণ্টায় নিহত ৬০

2

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। বৃহস্পতিবার অঞ্চলটিতে আকাশ ও স্থলপথে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংকগুলো রাফাহ শহরের দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সেগুলো এখন শহরের পশ্চিমাঞ্চলীয় ইবনা জেলার প্রান্তে রয়েছে এবং পূর্বের তিনটি শহরতলির দিকে এগিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা চ্যাট অ্যাপে রয়টার্সকে জানিয়েছেন, ‘দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা ঘনবসতিপূর্ণ ইবনার প্রান্তে রয়েছে। তবে সেখানে এখনও হামলা করেনি তারা।’ তিনি বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। সেনাবাহিনী যেখানে আক্রমণ করেছে সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখেছি আমরা। আরও একটি ভয়ংকর রাত ছিল এটি।’
চলতি মাসে গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ফলে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। এছাড়া, ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ প্রবেশের পথ বন্ধ করে দেওয়ায় অঞ্চলটিতে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পালটা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও হাজার হাজার মানুষ।