গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সংবর্ধনা

2

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল মোছাফ্ফাহ সানাইয়া অডিটোরিয়াম হলরুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি ও প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত পীর-এ বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। এসময় হুজুর আল্লামা সাবির শাহ হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে বলেন, যে দ্বীনি লড়াই তলোয়ারের মাধ্যমে হয় তা হলো ছোট জেহাদ মাত্র, আর বড় জেহাদ হলো অদৃশ্য শয়তান এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা। তিনি বলেন, তলোয়ারের জেহাদ হয় একটি নির্দিষ্ট সময় ও পরিস্থিতি বিবেচনায় এবং অল্প সময়ের জন্য, যার শেষ আছে, অথচ নফসের জেহাদ কখনো শেষ হয় না, এটা যতদিন জীবন বায়ু নির্বাপিত না হয়, ততদিন সকল পরিস্থিতিতেই নিরন্ত চালিয়ে যেতে হবে। আর এটাই ত্বরিকতপন্থীদের প্রধান কাজ, যেন নিজেকে শুদ্ধ করা যায় এবং সমাজ সংস্কারে ভূমিকা রাখাটা যৌক্তিক হয়। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের ত্বরিকতপন্থী সুফিবাদী মুসলমানদের ঐক্যের আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন আওলাদে রাসূল (দ.) শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ শাহ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ মামুন শাহ। গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সভাপতি মুহাম্মদ আলী জামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক তসলিম ও মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ আজম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াকুব, সরোয়ার আলম, শফিউল আলম মানিক মাওলানা আতাউর রহমান, গাউসিয়া কমিটি মোছাফফাহ শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম, সহ-সভাপতি নুর আলম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ খোরশেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু জাহেদ, সহ-সম্পাদক আলাউদ্দিন, আলম সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি