খেলাঘর’র প্রতিষ্ঠাবার্ষিকীতে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়

2

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চট্টগ্রাম মহানগর কমিটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মে সন্ধ্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির কার্যালয়ে কেক কেটে কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি অধ্যাপক রোজী মজুমদার সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা রনি, প্রীতম দাশ, সদস্য দীপংকর রুদ্র, শুচিস্মিতা চৌধুরী ও ঋদ্ধিমান রোদ্দুর।
সভায় বক্তারা বলেন, খেলাঘর ১৯৫২ সাল থেকে একটি অসা¤প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। বৈজ্ঞানিক ধ্যান-ধারণা প্রসারের মধ্য দিয়ে শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে খেলাঘর কর্মীরা কাজ করে যাচ্ছে। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। বিজ্ঞপ্তি