খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া

12

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া। শুক্রবার সতর্ক বার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ কমান্ডার। তার এই সতর্কবার্তা এমন সময় এলো যখন এই অঞ্চলের আশপাশে একটি ‘বাফার জোন’ তৈরি করছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খারকিভের উত্তরে শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওইদিন অঞ্চলটির ১০ (৬ মাইল) কিলোমিটারেরও বেশি এলাকায় প্রবেশ করে তারা। ফলে সেখানে অবস্থান নেওয়া অসংখ্য ইউক্রেনীয় সেনারা বিশঙ্খল হয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৭ মাস ধরে এই লাইনে রুশ সেনাদের প্রতিরোধ করে রেখেছিল তারা। কর্নেল-জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, এই হামলার কারণে যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি বেড়ে এখন প্রায় ৭০ কিলোমিটার হয়েছে। আমাদের সেনা মোতায়েনের অবস্থা দেখে নির্ধারিত সময়ের আগেই আক্রমণ শুরু করেছে রাশিয়া। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘একটি ভারী যুদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত এবং শত্রুরা সে প্রস্তুতি নিচ্ছে।’